মৌলভীবাজার-২ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৯৬

September 5, 2013,

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আনুষঙ্গিক প্রক্রিয়াও চলছে জোরেশোরে। বিশেষ করে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তাই ওই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ফলে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, গত আগস্ট মাসে নির্বাচন কমিশন থেকে কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জের চার ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনের চূড়ান্ত ভোটার তালিকার সিডি কপি পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সিডির ভুলত্রুটি যাচাই করে তা চূড়ান্তকরণের জন্য পুনরায় কমিশনে পাঠিয়েছে। ইতিমধ্যে নির্বাচন অফিসের কাছে চূড়ান্ত তালিকাও পৌঁছে গেছে। সে অনুযায়ী কুলাউড়া উপজেলায় ২ লাখ ১১ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৪৩৭ জন এবং মহিলা ১ লাখ ৪ হাজার ৭৪৬ জন। কমলগঞ্জের চার ইউনিয়নে পুরুষ ৩৪ হাজার ২৭১ জন ও মহিলা ৩৫ হাজার ৬৪২ জন। সর্বমোট ৬৯ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ৭০৮ জন, মহিলা ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রবাসীসহ যে কেউ ভোটার হতে পারবেন। আগ্রহীরা নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও উপজেলা সার্ভার স্টেশনে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন। এদিকে ওই ভোটার তালিকা অনুযায়ী চতুর্থ উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়। নিচে গত ৩১ জানুয়ারি প্রকাশিত ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার সিডি যাচাই অনুযায়ী মৌলভীবাজার-২ আসনের ভোটারসংখ্যা উল্লেখ করা হলো। উপজেলা ঃ কুলাউড়া ইউনিয়ন পুরুষ ভোটার মহিলা ভোটার মোট ভোটারসংখ্যা বরমচাল ৫৪০৮ ৫৩৬৯ ১০৭৭৭ ভূকশিমইল ৬৯৭৫ ৬৮০৭ ১৩৭৮২ জয়চ-ী ২৪৬৭; ২৫০৯; ২৪৬৫ ৯৩১১ ৯২৫৬ ১৮৫৬৭ ব্রাহ্মণবাজার ৯৪৫৮ ৯১৯৪ ১৮৬৫২ কাদিপুর ৬৭৬৩ ৬৫৪৮ ১৩৩১১ কুলাউড়া সদর ৪৯৫৭ ৫০০৬ ৯৯৬৩ রাউৎগাঁও ৬২১৬ ৬৩০২ ১২৫১৮ টিলাগাঁও ৯৬৪৩ ৯১০০ ১৮৭৪৩ হাজীপুর ৮৪১৯ ৮৩৪১ ১৬৭৬০ শরীফপুর ৬৮১১ ৬৯৫৮ ১৩৭৬৯ পৃথিমপাশা ৯০৭৮ ৮৯৭৬ ১৮০৫৪ কর্মধা ১০২৮৫১০০৫৫২০৩৪০ ভাটেরা ৪৪২৭ ৪৪২৮ ৮৮৫৫ কুলাউড়া পৌরসভা ৮৬৮৬৮৪০৬ ১৭০৯২ মোট ১০৬৪৩৭১০৪৭৪৬২১১১৮৩ উপজেলা ঃ কমলগঞ্জ (চার ইউনিয়ন) ইউনিয়ন পুরুষ ভোটার মহিলা ভোটার মোট ভোটারসংখ্যা শমসেরনগর ৯৫২৩ ৯৮১৫ ১৯৩৩৮ আলীনগর ৮৬৮৩ ৮৭৩০ ১৭৪১৩ আদমপুর ৮০৪৭ ৮৭২৫ ১৬৭৭২ ইসলামপুর ৮০১৮ ৮৩৭২ ১৬৩৯০ মোট ৩৪২৭১৩৫৬৪২৬৯৯১৩ অর্থাৎ, কুলাউড়ার ১৩ ইউনিয়ন, ১ পৌরসভা ও কমলগঞ্জের ৪ ইউনিয়ন মিলিয়ে মৌলভীবাজার-২ আসনের সর্বশেষ ভোটারসংখ্যা ২ লাখ ৮১ হাজার ৯৬।
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আনুষঙ্গিক প্রক্রিয়াও চলছে জোরেশোরে। বিশেষ করে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তাই ওই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ফলে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, গত আগস্ট মাসে নির্বাচন কমিশন থেকে কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জের চার ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনের চূড়ান্ত ভোটার তালিকার সিডি কপি পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সিডির ভুলত্রুটি যাচাই করে তা চূড়ান্তকরণের জন্য পুনরায় কমিশনে পাঠিয়েছে। ইতিমধ্যে নির্বাচন অফিসের কাছে চূড়ান্ত তালিকাও পৌঁছে গেছে। সে অনুযায়ী কুলাউড়া উপজেলায় ২ লাখ ১১ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৪৩৭ জন এবং মহিলা ১ লাখ ৪ হাজার ৭৪৬ জন। কমলগঞ্জের চার ইউনিয়নে পুরুষ ৩৪ হাজার ২৭১ জন ও মহিলা ৩৫ হাজার ৬৪২ জন। সর্বমোট ৬৯ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ৭০৮ জন, মহিলা ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রবাসীসহ যে কেউ ভোটার হতে পারবেন। আগ্রহীরা নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও উপজেলা সার্ভার স্টেশনে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন। এদিকে ওই ভোটার তালিকা অনুযায়ী চতুর্থ উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়। নিচে গত ৩১ জানুয়ারি প্রকাশিত ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার সিডি যাচাই অনুযায়ী মৌলভীবাজার-২ আসনের ভোটারসংখ্যা উল্লেখ করা হলো। উপজেলা ঃ কুলাউড়া ইউনিয়ন পুরুষ ভোটার মহিলা ভোটার মোট ভোটারসংখ্যা বরমচাল ৫৪০৮ ৫৩৬৯ ১০৭৭৭ ভূকশিমইল ৬৯৭৫ ৬৮০৭ ১৩৭৮২ জয়চ-ী ২৪৬৭; ২৫০৯; ২৪৬৫ ৯৩১১ ৯২৫৬ ১৮৫৬৭ ব্রাহ্মণবাজার ৯৪৫৮ ৯১৯৪ ১৮৬৫২ কাদিপুর ৬৭৬৩ ৬৫৪৮ ১৩৩১১ কুলাউড়া সদর ৪৯৫৭ ৫০০৬ ৯৯৬৩ রাউৎগাঁও ৬২১৬ ৬৩০২ ১২৫১৮ টিলাগাঁও ৯৬৪৩ ৯১০০ ১৮৭৪৩ হাজীপুর ৮৪১৯ ৮৩৪১ ১৬৭৬০ শরীফপুর ৬৮১১ ৬৯৫৮ ১৩৭৬৯ পৃথিমপাশা ৯০৭৮ ৮৯৭৬ ১৮০৫৪ কর্মধা ১০২৮৫১০০৫৫২০৩৪০ ভাটেরা ৪৪২৭ ৪৪২৮ ৮৮৫৫ কুলাউড়া পৌরসভা ৮৬৮৬৮৪০৬ ১৭০৯২ মোট ১০৬৪৩৭১০৪৭৪৬২১১১৮৩ উপজেলা ঃ কমলগঞ্জ (চার ইউনিয়ন) ইউনিয়ন পুরুষ ভোটার মহিলা ভোটার মোট ভোটারসংখ্যা শমসেরনগর ৯৫২৩ ৯৮১৫ ১৯৩৩৮ আলীনগর ৮৬৮৩ ৮৭৩০ ১৭৪১৩ আদমপুর ৮০৪৭ ৮৭২৫ ১৬৭৭২ ইসলামপুর ৮০১৮ ৮৩৭২ ১৬৩৯০ মোট ৩৪২৭১৩৫৬৪২৬৯৯১৩ অর্থাৎ, কুলাউড়ার ১৩ ইউনিয়ন, ১ পৌরসভা ও কমলগঞ্জের ৪ ইউনিয়ন মিলিয়ে মৌলভীবাজার-২ আসনের সর্বশেষ ভোটারসংখ্যা ২ লাখ ৮১ হাজার ৯৬। এইচ ডি রুবেল :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com