(ভিডিও সহ) মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
স্টাফ রিপোর্টার॥ সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা ৪ দিন ব্যাপী শুরু হয়েছে।
১৫ মার্চ বৃহস্পতিবার এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর কার্যালয় হতে এক বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ
হয়। 

মেলা মাঠে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহাজাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও সুশিল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সরকারী বেসরকারী ২০টি স্টল বসেছে।



মন্তব্য করুন