কোটাপ্রথা বাতিল ও চাকরিতে আবেদনের বয়স বাড়াতে মানববন্ধন
March 24, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত ও কোট প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।
২৪ মার্চ শনিবার দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আবদাল হোসেনের পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, ওয়াজেদ আহমদ, কৌশিক দে, হারাধন বিশ্বাস, মাছুম আখন্দ, নজমুল খান ও গোত্তম শাহ।
বক্তারা তাদের যৌক্তিত ও ন্যায্য দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবী জানান।



মন্তব্য করুন