শ্রীমঙ্গহল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত

March 26, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গহল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক মিনিট ব্লাক আউট কর্মসূচী  পালিত হয়েছে।

আজ ভয়াল ২৫ মার্চ কালো রাত্রী। এই দিন রাতেই পাকিস্তানীরা নিরস্ত্র বাঙ্গালীর উপর নির্বিচারে গুলি চালিয়ে শুরু করে হত্যাযজ্ঞ। আর এ ঐতিহাসিক দিনটিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস ঘোষনার দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে  ২৫ মার্চ রবিবার রাত ৯টা থেকে রাত ৯টা ১ মিনিট পর্যন্ত প্রেসক্লাবের সামনে ঢাকা- মৌলভীবাজার মহাসড়কে দাড়িয়ে আশে পাশের দোকানপাঠের পাশাপাশি যানবাহনেরও আলো বন্ধ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি জানানোর আহবান জানানো হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশনেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রাক্তন পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ন সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও বঙ্গ কবি লুৎফুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com