(ভিডিও সহ) সাংবাদিকদের প্রাণবন্ত মিলন মেলা
স্টাফ রিপোর্টার॥ কর্মক্ষেত্রে সবাই ব্যস্তত। তাই ইচ্ছে থাকলেও এক সাথে বসে গল্প,আড্ডা আর খাওয়ার সুযোগটা কোথায়। অগ্রজদের সাথে অনুজদের শিক্ষণীয় গল্প আড্ডা কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে অনুপ্রাণিতও করে। কিন্তু সে পর্যাপ্ত সময় ও সুযোগের সমন্বয় ঘটেনা।
৭ এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্র প্রবাসী জেলার কুলাউড়া উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ও সমাজসেবক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের আহবানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা একত্রিত হন। স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে মিলন মেলা হয় সাংবাদিকদের। ওখানে নবীণ প্রবীণ সাংবাদিকরা তাদের জীবনের গল্প শোনান।
বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করার মহত উদ্যোগের স্বপ্ন প্রত্যাশার কথাশোনান যুক্তরাষ্ট্র প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। বললেন তার মরহুম ছেলের নামে করা আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের পর এখন প্রতিষ্ঠা করতে চান কারিগরি বিশ্ব বিদ্যালয়। তার এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সকলেই। এমন স্বপ্ন প্রত্যাশার কথা শোনে অনুপ্রাণিত হন সবাই। এছাড়া সকল প্রবাসিদের নানা অনুদানের কথা স্মরণসহ প্রবাসে থেকেও দেশের প্রতি তাদের অগাদ ভালোবাসা অটুট থাকায় প্রবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দনও জানান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সৈয়দ মহসীন পারভেজ, বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক ও যুক্তরাজ্য প্রবাসী কামাল হাসান, প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌমাছি কন্ঠের বার্তা সম্পাদক মোঃ শাহজাহান, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, মুহিবুর রহমান, হেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মৌমাছি কন্ঠের সম্পাদক প্রেসক্লাবের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, মৌলভীবাজার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রব, বাংলা ট্রিবিউনের সাইফুল ইসলাম, দৈনিক খবর পত্রের শ.ই সরকার জবলু, দৈনিক নতুন দিনের আবু হানিফ, আশরাফ আলী, পূর্ব পশ্চিমের আব্দুল কাইয়ূম, বিটিভির ক্যামেরা পার্সন আমির হোসেন, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরী, আলী হোসেন রাজন, ভোরের পাতার এএস কাঁকন, মুনতাহানা সরকার প্রমুখ।



মন্তব্য করুন