অনুপ্রবেশের দায়ে পদ হারালেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পান্না!

April 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ-সভাপতি পদের জাকির হোসেন পান্নার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ ওঠে। ফলে সহ-সভাপতি হবার কয়েক ঘন্টার মধ্যেই পদ হারাতে হয়েছে তাকে। জাতীয়তাবাদী রাজনীতির সাথে পান্নার সম্পৃক্ততা আছে এমন অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পান্নাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

পরে ২৪ এপ্রিল মঙ্গলবার অভিযোগ আমলে নিয়ে পান্নাকে বাদ দিয়ে সংশোধনী কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পান্নার স্থলাভিষিক্ত করা হয়েছে সুরঞ্জন সূত্রধর নামের একজনকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের এক দায়িত্বশীল নেতা জানান, জাকির হোসেন পান্না কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল।

উল্লেখ্য,২৩ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন। ওই দিন রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষণার কয়েক ঘন্টার পর সংশোধনী কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংশোধনী কমিটিতে জাকির হোসেন পান্নার নাম বাদ দিয়ে সহ-সভাপতি পদে সুরঞ্জন সূত্রধরের নাম প্রকাশ করা হয়েছে। (ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত)

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com