বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

April 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা , এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর,জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি ও র্ব্যাক স্বাস্থ্য কর্মসূচি,জেলা প্রশাসন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএস)এর যৌথ আয়োজনে ২৫ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের কার্য্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহের এর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির, ব্র্যাক জেলা প্রতিিিনধি আরিফুর রহমান,মোশারফ হোসেন,বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএস)উপজেলা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রজেক্ট ম্যানেজার আল-আমীন,নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com