মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ আট দফা দাবীতে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ আট দফা দাবী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
২৫ এপ্রিল বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সম্পাদক আহমদ অপু এর নেতিৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এই আট দফা মধ্যে রয়েছে ২টি পাচঁতলা একাডেমী ভবন নির্মান, প্রতিটি বিভাগে অনার্স, মাস্টার্স কোর্স চালু, ছাত্র- ছাত্রী নিবাস নির্মান, শিক্ষার্থীদের যাতাযাতের জন্য ২টি আধুনিক বাস প্রদান, ১টি আধুসিক রুচিশীল ক্যান্টিন চালু, একাধীক স্বতন্ত্র পরীক্ষা হল চালু, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক আধুনিক পাবলিক টয়লেট স্থাপন ও আধুনিক তথ্য কেন্দ্র স্থাপন। তারা স্মারকলিপিতে জানায় এই আট দফা দাবীতে সাধারণ ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছে। কিন্তু কার্ডকরি কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি। তাই তারা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবীগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেওয়ার অনুরোধ করেন।



মন্তব্য করুন