স্বতন্ত্র বোর্ডের দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ
April 26, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেসনাল শিক্ষা বোর্ডের পরিবর্তে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠনের দাবিতে বিক্ষোভ করেছে।
২৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সভায় অংশ নেন। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বিভিন্নভাবে ম্যাটস শিক্ষার্থীরা বঞ্চিত, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেসনাল শিক্ষা বোর্ডের পরিবর্তে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবিতে আমাদের এই আন্দোলন। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে।



মন্তব্য করুন