কালের কন্ঠ শুভ সংঘের ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত

April 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ কালের কণ্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বসুন্ধরা খাতা কালের কন্ঠ ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৮ এপ্রিল শনিবার দুপুরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলার স্বনামধন্য ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় ‘দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল’ এবং রানার্সআপ হয় ‘বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ’।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক এমদাদুল হক, উমর ফারুক টিপু, আহমেদ সাদি, উবায়েদুর রহমান, এম এ কাইয়ুম সুলতান ও আব্দুল্লাহ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভ সংঘের জেলা সেক্রেটারী তাকবীর হোসাইনের পরিচালনায় ও সভাপতি রাশেদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি ও কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক এমদাদুল হক, উমর ফারুক টিপু, উবায়েদুর রহমান, এম এ সামাদ, মেরাজ চৌধুরী ও শেখ কামরুল হাসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com