শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত
April 29, 2018,
স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একটি নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল রোববার নৃত্যসন্ধ্যা পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এমদাদুল হক মিন্টু, এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা। কথক, ভরত, মণিপুরি, সৃজনশীল, লোকনৃত্য পরিবেশন করা হয়। নৃত্যানুষ্ঠান পরিচালনায় নাজিয়া আক্তার চৌধুরী এবং দ্বীপ দত্ত আকাশ। এই আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি সপ্তস্বর সঙ্গীত বিদ্যাপীঠ, মইনউদ্দীন একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করে।



মন্তব্য করুন