মৌলভীবাজারে বজ্রপাতে নিহত-২ আহত ৪
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পৃথক দুটি স্থানে বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪টি গরু মারা যায়।
৩০ এপ্রিল সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে পাশে আনারস বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে কিশোর গোয়ালা (২০), দিপেন সবর (২৫), রাখাল সবর (২৭) রিপন ভূইয়া (১৮), অজয় গোয়ালা(২২) গুরুত্বর আহত হন।
তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রিপন ভূইয়া (১৮), অজয় গোয়ালা (২২) কে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে রাস্থায় অজয় গোয়ালা মারা যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সুবহান অজয় গোয়ালা নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। আহতের চিকিৎসা চলছে।
অপর দিকে একই সময়ে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে তমিজ উদ্দীন (২৫) মারা যান। তমিজ মধ্যপ্রাচ্যের ওমানে চাকুরী করতেন। কিছু দিন পূর্বে ছুটিতে দেশে এসেছিল। তমিজ উদ্দীন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার ৪টি গরুও মারা যায়। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।



মন্তব্য করুন