শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি
May 1, 2018,
হোসাইন আহমদ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১ মে মঙ্গলবার সকালে র্যালিটি শহরের কুসুমবাগ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড হয়ে পশ্চিমবাজার মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আলখাছউর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আহমদ ফারুক, সদর উপজেলা সাধারণ সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, মিছবাহুর রহমান, ইউনুস সিদ্দিকী ও শামীম আহমদ প্রমুখ।



মন্তব্য করুন