শ্রীমঙ্গলে মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের শুভ উদ্বোধন

May 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অসহায় ও দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৪ মে সকালে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় এর শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের পরিচালক ডা. মোঃ একরামুল কবীর। আলহাজ্ব মোঃ খলিলুর রহমানেরর সভাপতিত্বে ও মৌ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, মৌলভীবাজার কৃষি ব্যাংক এর অডিট অফিসার মোঃ শফিকুর রহমান, লেখক মৃদুল কান্তি পাল মলয়, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, শাহী ফার্মেসীর সত্তাধিকারী মৌলানা আবু বকর সিদ্দিকী, শ্রীমঙ্গল মডেল একাডেমী এন্ড বিএম কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মোঃ আনোয়ারুল হক বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারন স¤পাদক মামুনুর রশীদ প্রমুখ।

উদ্বোধনী শেষে দিনব্যপী শতাধিক রোগীর ডায়াবেটিস ও প্রায় অর্ধ শতাধিক রোগীর প্রেসার পরীক্ষা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com