বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিলেন আ’লীগ নেতা
ইমাদ উদ দীন॥ তার দাপটে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা। সব কাজে তার খবরদারি আর প্রভাব বিস্তার। সরকারী নানা উন্নয়ন বরাদ্ধের টাকায় ভাগ বসাতে দ্বিধা নেই তার। কারন তিনি আওয়ামীলীগ নেতা। নিজ এলাকায় অস্তিত্বহীন মসজিদ, মন্দিরের ভুয়া কমিটি,নামসর্বস্ব সামাজিক ক্লাব ও সংগঠন এমন সব প্রতিষ্ঠান দেখিয়ে সরকারী বরাদ্দ হাতিয়ে নিয়েছেন একাধিকবার। কিন্তু তারপরও নেই কোন প্রতিকার।
তিনি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ চৌধুরী তুতি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ দলের উপজেলা শাখার কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি এমন কর্মযজ্ঞ চালান। একের পর এক তার এমন অনৈতিক কাজে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হলেও ভ্রক্ষেপ নেই কারো।
অভিযোগ উঠেছে প্রধান মন্ত্রীর বিদ্যুৎ অগ্রাধিকার প্রকল্পের সুযোগ নিয়েও ব্যবসা পেতে বসেছেন ওই নেতা। বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে নৃ-তাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠী খাসিয়াদের কাছ থেকে দাপট দেখিয়ে ২ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুর রউফ চৌধুরী তুতি। অন্যদিকে স্থানীয় (ফরেষ্টার) বনবিভাগ কর্মকর্তা বিদ্যুৎ সংযোগের অনুমতির নামে আরো ২ লাখ টাকা ঘুষ দাবী করেছেন বলে ভূক্তভোগিদের তরফে অভিযোগ উঠেছে। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া ও আমছড়ী পানপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ওই টাকা হাতিয়ে নেয়া ও দাবি করার কথা জানান ওই পানপুঞ্জির হেডম্যান ‘জেমস লামিন’ ও ‘আলফায়েস ইউট’।
জানা যায় উপজেলার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া ও আমছড়ী পান পুঞ্জিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে নৃ-তাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর হাজারও মানুষ। দু’টি পানপুঞ্জিতে পল্লীবিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে ৯৫ পরিবারের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ তুতি। তারা জানান এর (৩বছর) আগেও ওই খাসিয়া জনগোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ সংযোগের নাম করে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয় একটি প্রতারক চক্র।
জানা যায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ অগ্রাধিকার প্রকল্প থেকে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মোট ৫ কিলোমিটার বিদ্যুৎলাইন বরাদ্দ দেয়া হয় ইছলাছড়া ও আমছড়ী পানপুঞ্জিতে। দুই পুঞ্জিতে বিদ্যুৎ সংযোগের কাজ এক অর্থ বছরের মধ্যে শেষ করার কথা রয়েছে। বিদ্যুৎ লাইন টানতে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি এনে ফেলে রাখা হয়। এই সুযোগে পানপুঞ্জির প্রতিটি ঘরে সংযোগ দেয়ার নাম করে কিস্তিতে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করা হয়। এই চাঁদা উত্তোলনের জন্য পুঞ্জিতে বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর সাথে কয়েক দফা বৈঠক করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ তুতি মিয়া। টাকা নেয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় তারা তুতি মিয়ার কাছে জানতে চাইলে তিনি তাদের সদত্তোর না দিয়ে উল্টো হুমকি ধমকি দেন। এনিয়ে শঙ্কা ও বিদ্যু সংযোগ প্রাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেন ওই দুই পুঞ্জির মন্ত্রী (হেডম্যান)।
তারা অভিযোগ করে বলেন ব্যক্তি উদ্দ্যোগে নানা জায়গায় ধর্ণা ও তদবিরের পর ওই প্রকল্পের বিদ্যুতের খুঁটি আসলে সেগুলো তুতি মিয়ার ইশারায় জব্দ করেন বরমচাল বিট কর্মকর্তা আহমদ আলী। বন কর্মকর্তা আহমদ আলী পানপুঞ্জিতে বিদ্যুৎ সংযোগ নিতে পুঞ্জির হেডম্যানদের কাছে ২ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। আমছড়ী পুঞ্জিমন্ত্রী (হেডম্যান) জেমস্ লামিন জানান-‘বর্তমানে ফরেষ্টের বাঁধার বিষয় মিমাংসা করতে তুতি মিয়া দুই পুঞ্জির কাছ থেকে আরও অতিরিক্ত ২০ হাজার টাকা দাবি করেছেন। তাকে ওই টাকা দিলে ফরেষ্টার আপত্তি জানাবে না’ বলে তিনি তাদের অভয় দেন।
আওয়ামীলীগ নেতা আর বন কর্মকর্তার একের পর এক টাকার চাহিদার যোগান দিতে হিমশিম খাচ্ছেন দুই পুঞ্জির বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে বার বার ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হওয়ায় তারা এখন হতাশায় ভোগছেন। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নের লক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গিকারে বাধা হয়ে দাড়িয়েছেন খোদ সরকারদলীয় ওই আওয়ামীলীগ নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন তাদের এলাকায় সরকারের নানা উন্নয়নের সফলতা শুধুমাত্র তার অনৈতিক কাজের জন্য পন্ড হচ্ছে। তারা শঙ্কা প্রকাশ করে বলেন তুতি মিয়ার এই অর্থলোভী কর্মকান্ডের জন্য আগামী নির্বাচনে এই এলাকায় ব্যপক প্রভাব পড়বে। এব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ তুতি মিয়ার ব্যক্তিগত মুঠো ফোনে (নং ০১৭১৮-৪০১৫৭৬) একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ফোন বন্ধ পাওয়া যায়।
খাসিয়াদের কাছে ২ লাখ টাকা উৎকোচ দাবির বিষয়ে বরমচাল বিট কর্মকর্তা আহমদ আলী জানান গেল মাসের শেষ দিকে পরিবেশ ও বনবিভাগের স্বার্থে খুঁটিগুলো জব্দ করা হয়েছে। টাকা দাবির বিষয়টি সঠিক নয়। ইছলাছড়া পানপুঞ্জির খাসিয়াদের বিরুদ্ধে মামলা হওয়ায় এজন্য তারা আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে।



মন্তব্য করুন