দোয়া চেয়েছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর
January 17, 2019,
কুলাউড়া প্রতিনিধি॥ ডাকসুর সাবেক ভিপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও জাতীয় ঐক ্যপ্রক্রিয়ার মহাসচিব, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য,জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রায় দুই সপ্তাহ থেকে জ্বর, সর্দি,কাশি ও হ্যান্ড ফিঙ্গার ইনজুরিতে ভুগছেন।হ্যান্ড ফিঙ্গারে ফেকচার থাকায় হাতে প্লাস্টার দিয়ে দু’ মাসের বিশ্রামে থাকতে বলা হয়েছে।
তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান ডা.কনক বড়ুয়ার তত্তাবধায়নে চিকিৎসাধীন।তিনি অসুস্থ থাকায় নিজ নির্বাচনী এলাকা ও জাতীয় রাজনীতির অনেক কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারছেন না। সে জন্য দুঃখ প্রকাশ করে তিনি সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।



মন্তব্য করুন