পিকআপ চাপায় পিষ্ট নারী চা শ্রমিকের মৃত্যু

January 17, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানে বৃহস্পতিবার ১৭ জানুয়ারি লছমনিয়া রবি দাস (৪৫) নামক চা শ্রমিক মহিলা পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। স্থানীয় ২ চেয়ারম্যানের নেতৃত্বে ১ লাখ ২৫ হাজার টাকা প্রদানের মাধ্যমে বিষয়টি আপোষ নিষ্পত্তি করা হয়। এ নিয়ে চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক ৯টায় কালিটি চা বাগানের নতুন লাইন এলাকায় ইটবোঝাই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৬৬১৪) লছমনিয়া রবি দাসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাগানের বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়।

পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়া বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক ও কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহানের কাছে যান। তারা বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেন। পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়াকে নিহতের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়।

আপোষ নিষ্পত্তির বিষয়টি স্বীকার করে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়া নিহতের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা দেবেন। নিহত লছমনিয়া রবি দাসের স্বামী সন্তান না থাকায় সেই টাকায় বাগান পঞ্চায়েত নিহতের শেষকৃত্যে ও বাগানে একটি মন্দির নির্মাণ কাজে ব্যয় করা হবে। আর কোন অভিযোগ না থাকায় থানা পুলিশকে অবগত করে লাশের সৎকারের সিদ্ধান্ত হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো, শামীম মুসা জানান, বাগানের লোকজন কোন অভিযোগ করবে না। লাশের ময়নাতদন্তও করতে দেয়নি। বাগান পঞ্চায়েত নাকি আপোষ নিষ্পত্তি করবে। পরে বাগান পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি আপোষ নিষ্পত্তি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com