জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দাফন রাষ্ট্রিয় মর্যদায় অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তাঁর নামাজে জানাযা বিকেল ৪টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা থেকে দূপুরে তাঁর লাশ নিজবাড়ি সদর উপজেলার গুজারাইয়ে পৌছায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্ঠি হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে প্রিয় এ নেতাকে এক নজর দেখকে অনেকেই ছুটে যান তাঁর বাড়িতে।
করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট তিনি বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় পাঠানো হয়। আজ বিকেল ২ টায় তাঁর কর্মস্থল জেলা পরিষদে মরদেহ নেয়া হবে এবং ১ম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহে রাষ্ট্রিয় মর্যদায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
(ভিডিওসহ) মৌলভীবাজারের কিংবদন্তী বর্ষিয়ান রাজনিতিবিদ আজিজুর রহমান চলে গেলেন



মন্তব্য করুন