রাজনগরে অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক নারীর প্রাণ গেল

April 1, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার রাজনগর উপজেলা পূর্ব কদমহাটায় বসতঘরে অগ্নিকান্ডে নূরজাহান বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ২টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়। ঘটনাটি ঘটে সোমবার সকালে প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে। ঘরে আগুন লাগার পর পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন বের হতে পারলেও বৃদ্ধা বের হতে পারেননি।
এলাকাবাসী জানায়, সোমবার ১ এপ্রিল সকালে ময়না মিয়ার পরিবারের সবাই সেহরী খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এসময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলেও অসুস্থ নূরজাহান বেগম ঘর থেকে বের হতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের ঘরে থাকতেন নূরজাহান বেগম।
এদিকে এ ঘটনার পর প্রতিবেশীরা রাজনগর ফায়ার সার্ভিসে জানালে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। তবে, আগুন লাগার সুত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘরে ঘুমন্ত মৃত আলী আকবরের স্ত্রী নূরজাহান বেগম (৭০) আগুনে পুরে মারা যান। এসময় ঘরে অবস্থানরত নূরজাহানের একমাত্র ছেলে আবুল হোসেন (৪৫), তার স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম (৩৫), ৩ ছেলে শাব্বির হোসেন আরিফ (১৪), আফজাল হোসেন শফি (১২), শরিফ (৫) কে স্থানীয়রা দ্রুত ঘর থেকে বের করে নিলে তারা প্রাণে বেঁচে যান।
স্থানীয়রা জানান, খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, ফায়ার ব্রিগেডের উপ পরিচালক মোঃ আলাউদ্দিন, রাজনগর থানা পলিশ, ফায়ার ব্রিগেড সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নূরজাহান বেগমের ছেলে আবুল হোসেন (৪৫) জানান, ভোরে সেহরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৫টার দিকে হটাৎ উত্তাপ অনুভব করলে উঠে দেখি রান্না ঘরের দিকে আগুন জ¦লছে। তাৎক্ষনিক চিৎকার দিলে আশে-পাশের লোকজন এসে আমাদের উদ্ধার করলেও আমার বৃদ্ধা মা দগ্ধ হয়ে মারা যান। ঘরে ২টি গরু, ১টি বাচুর, ৩টি ছাগল, ১৫টি মোরগ, ফ্রিজ, মটর, ৩ভরি স্বর্ণ, নগদ ৩০হাজার টাকা, ৬টি ড্রাম ভর্তি ৪৮০ কেজি চাল, ধান, ছেলেদের বই-খাতা সহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকার মত হবে বলে তিনি জানান। অনাকাঙ্খিত এ ঘটনায় গর্বধারীনি মা সহ সমস্থ সহায় সম্পদ হারিয়ে বাকরুদ্ধ আবুল হোসেন।
রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাক্ষনিক ফায়ার ফাইটার টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রাজনগর থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুন লাগার কারণ বের করতে ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com