পুলিশ লাইন্সের আরআই ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের বিদায় সংবর্ধনা

June 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের আরআই মোঃ জাকির হোসেনের অবসর জনিত ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের বদলি জনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ৩১ মে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় অবসরপ্রাপ্ত আরআই আর জেলা গোয়েন্দা শাখার বিদায়ী অফিসার ইনচার্জ ও তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা কামনা করেন।
অবসরপ্রাপ্ত আরআই মোঃ জাকির হোসেন তার বিদায়ী বক্তব্যে মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় মৌলভীবাজার জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল তার বিদায়ী বক্তব্যে সকলের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মজীবনের সফলতার জন্য সকলের কাছে দোআ প্রার্থনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী সহ মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইউনিট ইনচার্জগণ ও জেলা পুলিশ লাইন্সের সকল সদস্যবৃন্দ।
সংবর্ধনা শেষে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে পুলিশ সুপার অবসরপ্রাপ্ত আরআই ও জেলা গোয়েন্দা শাখার বিদায়ী অফিসার ইনচার্জের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com