দ্রব্যমূল্য ও অবৈধ মজুদ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

June 4, 2022,

স্টাফ রিপোর্টার॥ দ্রব্যমূল্য ও অবৈধ মজুদ নিয়ন্ত্রণে গতকাল মৌলভীবাজার জেলা শহরের পশ্চিমবাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্রয়-বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় ০৩টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার ২ জুন তাছাড়া, লাইসেন্সে উল্লিখিত পরিমাণের বেশি চাল যেন খুচরা/পাইকারি বিক্রেতাগণ মজুদ না করেন এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
এ সময় সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক, জেলা মার্কেটিং অফিসার এবং জেলা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com