সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিখোঁজ কুলাউড়ার অলিউর

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন এক তরুণ। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আশপাশের সব কিছু অন্ধকার হয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ বিস্ফোরণের ঘটনা লাইভ করা অলিউর রহমান (২২)।
অলিউর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। সে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করত।
জানা গেছে, শনিবার ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিল অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের।
তারপর চারিদিকের আহাজারি, চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায় কি অবস্থায় আছে তা জানা যায়নি। কেউ আবার বলছেন, তিনি মারা গেছেন।
অলিউর রহমানের চাচা সুন্দর আলী ৫ জুন রোববার সকালে জানান, অলিউরের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মন্তব্য করুন