মৌলভীবাজারের সাবেক তিন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন

June 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সাবেক তিন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
তারা হলেন মৌলভীবাজারের সাবেক পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার, মোহাম্মদ শাহ্জালাল বিপিএম পিপিএম এবং অপরজন তোফায়েল আহাম্মদ। ফারুক আহমেদ বর্তমানে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ শাহ্জালাল বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত আছেন। তোফায়েল আহাম্মদ বর্তমানে অধিনায়ক ১২ এপিবিএনে কর্মরত।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
এছাড়াও বাংলাদেশ পুলিশের ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com