কুলাউড়ায় শিক্ষার্থীদের নিয়ে ওসির অপরাধ বিরোধী সভা

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি, মোবাইল ফোনে আসক্তি, কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বিরোধী জনসচেতনতামূলক সভা করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।
বুধবার ৮ জুন দুপুরে কুলাউড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
ওসি শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলাসহ মা-বাবা ও গুরুজনদের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হওয়ার জন্য উপদেশ প্রদান করেন।
বক্তব্যকালে তিনি, কোনো শিক্ষার্থী রাস্তাঘাটে চলার পথে কোনো বখাটে ছেলে কর্তৃক ইভটিজিংয়ের শিকার হলে এবং কোথাও বাল্য বিবাহের খবর পেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের অবহিত করেন। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন