জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

June 8, 2022,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ জুন বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমূখ।
সভায় অতিবৃষ্টির কারনে সম্ভাব্য ভূমিধসসহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়।জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো দূর্যোগের মোকাবেলা করা সম্ভব।আর এর জন্য আমাদের সচেতনতা অনেক জরুরী।এছাড়াও জেলা প্রশাসক সীতাকুন্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তাছাড়াও পৌরসভা মেয়র ফজলুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com