কমলগঞ্জে কৃষক সংগ্রাম সমিতির কর্মীসভায় কৃষি উপকরণরসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো ও রেশনিং চালুর দাবি

June 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার এক কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির পরিকল্পনা মন্ত্রীর কৃষিতে ভর্তুকি প্রত্যাহারের প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বলেন একদিকে প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি আহবান জানান এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে , অন্যদিকে তারই মন্ত্রীসভার সদস্য পরিকল্পনা মন্ত্রী নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিয়ে কৃষকদের স্বার্থের বিরুদ্ধে দাড়িয়ে ‘কৃষিতে ধীরে ধীরে ভর্তুকি প্রদান থেকে সরকারে সরে আসা উচিত’ বলে মন্তব্য করেছেন।
শাহজাহান কবির বর্তমান আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের কথা উল্লেখ করে আসন্ন বাজেটে কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি এবং তা লুটপাট বন্ধ করে প্রকৃত কৃষকের কাছে পৌছানো ব্যবস্থা করা, কৃষি উপকরণের মূল্য কমানো ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষক ও কৃষি তথা জাতীয় স্বার্থরক্ষা করার আহবান জানান। ৮ জুন বিকেলে কমলগঞ্জের শমসেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান কবির আরও বলেন দেশে গৃহহীন, ভূমিহীন ও গরীব কৃষকের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে আর অন্যদিকে লুটেরা শ্রেণির সম্পদ ফুলে-ফেপে উঠছে। সার, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মাত্রাতিরিক্ত মূল্যের কারণে কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কষাঘাতে জনজীবন আজ বিপর্যস্ত। তার উপর সরকার জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় বিদ্যুতের মূল্য বৃদ্ধিরও পাঁয়তারা চলছে। গাড়িভাড়া, লঞ্চভাড়া, বাড়িভাড়া, ঔষুধপত্র, চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে জনসাধারণের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। তার উপর সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক পাহাড়ী ঢলে সৃষ্ট অকাল বন্যা কৃষকসহ নিম্ন আয়ের জনগণের উপর ‘মরার উপর খাড়ার ঘাঁ’ হয়ে এসেছে এবং আবারও চলতি মাসে বন্যা পূর্ভাবাস আছে। তিনি সরকারের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে বলেন সরকার কথায় কথায় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, এক্সপ্রেস হাইওয়েসহ বিভিন্ন মেগাপ্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের সাফাই গাইলেও বন্যা নিয়ন্ত্রণে হাওর রক্ষায় সাধারণ বাঁধ নির্মাণ ও নদী-নদী, খাল-বিল খনন করেনি। সরকারের তথাকিথত উন্নয়ন হচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থে এসডিজি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অবাধ লুটপাটের মেগা প্রকল্প।
৮ জুন বুধবার বিকেলে কমলগঞ্জের শমসেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা। কর্মীসভায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক দেলোয়ারা বেগম, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির যুগ্ম-আহবায়ক প্রবীণ কৃষকনেতা রমজান আলী পাখি, সদস্য নিরঞ্জন দাশ, গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান খোকন, তাপস পাল প্রমূখ।
সভা থেকে আসন্ন বাজেটে কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি এবং তা প্রকৃত কৃষকের কাছে পৌছানো ব্যবস্থা করা, কৃষি উপকরণের মূল্য কমানো ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ, গরীব কৃষকদের সারা বছর কাজ, নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম কমানো, বন্যা নিয়ন্ত্রণে নদ-নদী, খাল-বিল খনন, ভেজাল সার ও বীজ বিক্রি বন্ধ, সর্বস্তরে সল্পমূল্যে সার্বজনীন রেশনিং চালু করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com