মহানবীকে কটুক্তির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নূপুর শর্মা ও নভিন জিন্দাল কর্র্তৃক মহানবী (স:} কে কটুক্তির প্রতিবাদে সারা দেশের সাথে রাজনগরে কুশিয়ারা নদী পাড়ের সর্বস্থরের মানুষের মাঝে প্রতিবাদের ঢেউ উঠছে।
১০ জুন শুক্রবার বাদ জুমআ জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা পাড়ের খেয়াঘাটবাজার-চাঁদনীঘাট সড়কে বিক্ষোভ মিছিল বের করে “শাহাপুর জামে মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাত সেবা পরিষদ”। জুমআ’র নামাজের পর পর শহাপুর গ্রাম থেকে সহস্রাধিক মুসল্লি ওয়াপধা সড়ক দিয়ে প্রায় ৩ কিলোমিটার পথ মিছিলে মিছিলে পায়ে হেটে খেয়াঘাটবাজারে এসে স্লোগান দিতে থাকেন। এসময় খেয়াঘাটবাজার, তুলাপুর, মোকামবাজার, হামিদপুর,বেড়কুড়িসহ আরো শত শত ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিলে এসে জড়ো হন। এসময় “ নবীকে অপমান,সইবে না মুসলমান” স্লোগানে কুশিয়ারা পাড় কম্পিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে মাওঃ আব্দুল ওয়াহিদ’র সঞ্চালনায় বক্তব্য দেন, বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রমীজ আলী, হাফেজ জাকির হোসেন, সালেহ আহমদ, আবুল ফতেহ ফাত্তাহ প্রমূখ। উপস্থিত ছিলেন, মাহমদ মিয়া,আব্দুল হাকিম লাল মিয়া, মোঃ শাহাব উদ্দিন,মিছবাহুজ্জামান, রায়হান হাবিব, সায়েদ আলম,সামাদ মিয়া,রাশেদ আল মার”ফসহ অনেকে। পরে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মইন উদ্দিন।
মন্তব্য করুন