ভারতে মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

June 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ট সহচর বিজেপির মূখপাত্র নূপুর শর্মা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি সহ অবমাননার কারণে প্রতিবাদ জানিয়েছে ‘শেখ বোরহান (রহ.) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার।
১০ জুন হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগা মসজিদ হতে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল হাজার হাজার মানুষের অংশ গ্রহণে বের হয়ে কুসুমবাগ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে মহাসচিব মিজানুর রহমান রাসেল, যুগ্ন প্রচার ও প সঞ্চালনায় দপ্তর সচিব সিরাজুল হাসান নির্বাহী পরিচালক, সিরাজুল ইসলাম, রেদওয়ান আহমদ,কেএম শাহ জাহানুর রহমান,শেখ তোফায়েল আহমদ,আশরাফ চৌধুরী সাব্বির,আবুল মাসুম রনি, কামর”ল ইসলাম তপু , মাহবুবুর রহমান অপু, সোহান আহমদ, শেখ মারুফ আহমদ,প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন-ভারতের বিজিপির মূখপাত্রের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিশ্বে নতুন করে জঙ্গিবাদকে উস্কে দিবে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক-সম্প্রীতির সুন্দর পরিবশেকে ঘোলাটে করার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নহে। তার কট্র্র বক্তব্যের কারণে দল থেকে বহিষ্কার করা মানে দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয় তাঁকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ঘাপটি মেরে থাকা অসংখ্য শর্মারা এ অঞ্চলের সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট করতে না পারে। আহলে সুন্নাত নেতৃবৃন্দ আরও বলেন- নূপুরের এই বক্তব্যের বির”দ্ধে মুসলিম বিশ্ব জেগে উঠেছে। সুতরাং বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসাবে সাম্প্রদায়িক-সম্প্রীতির বজায়ের লক্ষে অনতিবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে তার জবাবদিহীতা চাওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
অপর দিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শুক্রবার জুম্মার নামাজের পর পশ্চিম বাজার জামে মসসিদ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম. এ কুদ্দুস, মাওলানা সোলাইমান আহমদ, মাওলানা মোস্তফা কামালসহ সর্বস্তরের মুসলিম জনতা।
এসময় তারা বলেন এই ঘটনায় বিজেপির নূপুর শর্মা ও কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি হাইকমান্ড। শুধু বহিষ্কার নয় তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com