জনশুমারী ও গৃহ গণনা সচেতনতায় বিএনসিসির র‌্যালি

June 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ ১৫ জুন থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে মৌলভীবাজারে সচেতনতামূলক র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা। গতকাল সকালে মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে জনসচেতনতামূলক একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিটির নেতৃত্ব দেন মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও অধ্যাপক রফি উদ্দিন নিজাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ,মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ,শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাডেট ও বিএনসিসির সামরিক প্রশিক্ষকরা। জনশুমারি ও গৃহগণনায় জনসচেতনতার উদ্দেশ্যে র‌্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পসে গিয়ে শেষ হয়। এসময় কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব ও করণীয় বিষয়ে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com