সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

June 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুবাই প্রবাসী হ্নদয় মিয়া (২৫) নামে এক তরুণের। শনিবার বিকেলে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। হ্নদয় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার মতি মিয়ার ছেলে।
জানা যায় বিকেলে হ্নদয় শহরের কোটরোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের কার্যলয়ের সামনে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হ্নদয় মিয়া (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে যান। পরে আরও উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com