মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

June 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ) এর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলার সকল শিক্ষার্থীবৃন্দ।
রোববার ১২ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জাবেদ ইমাম অপু, রাজনগর সরকারি কলেজ রমজান খান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ছিলেন সাফওয়ান আহমেদ, ইকবাল আহমেদ, শাওন দেব, রাহি আহমেদ, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী মাহি, রাফি আহমেদ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাসনুন আল আমিন, রেজাউল ইসলাম সহ, আব্দুল হামিদ রনি, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আকাশ আহমেদ, টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ছিলেন মোসাদ্দেক খানসহ অন্যন্যরা
এছাড়াও তারেক আহমেদ, সিয়াম, ফাহিম সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সর্বোতভাবে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট ছাত্রনেতা এম এ চৌধুরী শাহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com