নাজিরাবাদে মোটর সাইকেল ধাক্কায় কৃষকের মৃত্যু

June 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হোসেনপুর এলাকায় মটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মোটর সাইকেল চালক আনকার মিয়াকে আহতাবস্থায় আটক করে পুলিশে সোপোর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৫ জুন রাত ৯টার দিকে মটর সাইকেল চালক আনকার বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় সাইকেলের ধাক্কায় কৃষক আব্দুল হামিদ গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত মোটর সাইকেল চালক আনকার মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইকেলে আরও ২জন আরোহী ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) সৈয়দ বশির আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com