ধর্ষণ মামলার আসামী চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার
June 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে ৫ মে একটি ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ধর্ষণের ঘটনায় ভিকটিম সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ উর্ধতন কতৃপক্ষের পরামর্শক্রমে পলাতক আসামী সেলিম মিয়া (২৮)কে চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক সেলিম মিয়া সদর উপজেলার আমতৈল ইউনিয়নের জাজুয়া গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে।
ধর্ষণ মামলার আসামী গ্রেফতার প্রসঙ্গে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, সদর মডেল থানা পুলিশ চট্টগ্রাম থেকে এক ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন