৫ দিনেও সন্ধান মেলেনি সৌদিফেরত যুবকের

June 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থেকে মামুন মিয়া (২৬) নামে এক সৌদিফেরত যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার ১২ জুন নিখোঁজ যুবকের বাবা মো. হারুন মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১০/১২ দিন আগে মামুন সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। ১১ জুন শনিবার সকালে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
পরবর্তীতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে নিখোঁজ মামুনের বাবা হারুন মিয়া বাদি হয়ে থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন নিখোঁজ মামুনকে খোঁজে বের করতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com