মৌলভীবাজারে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড : মনু নদীর বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার॥ টানা ভারী বর্ষণে ঝুঁকিপূর্ণ মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর বাঁধ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
শনিবার ১৮ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর বাঁধ সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় সাথে ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, পানি উন্নয়ন বোড ্র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার শহর রক্ষার জেলা প্রশাসন গৃহিত সমন্বিত উদ্যোগে নিয়োজিত সকলের প্রতি জেলা প্রশাসকের পক্ষ থেকে রইলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ঊল্লেখ্য গত দু’দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঘর থেকে অধিকাংশ মানুষ বাহিরে বের হতে পারছেন না। আকাশ অন্ধকারাছন্ন থাকার কারনে অতি প্রয়োজনে বের হওয়া যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। হাওর সহ অধিকাংশ জলাধার বৃষ্টির পানিতে ভরপুর ইতিমধ্যে হয়ে গেছে। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বুঝা যাচ্ছেনা শেষমেশ কি হবে মৌলভীবাজারে। সিলেট ও সুনামগঞ্জের পর আমাদের পরিনতি কি হবে তাও বুঝা যাচ্ছেনা। ভারত অংশে বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হলে যে কোন সময় বন্যা দেখা দিতে পারে।
এদিকে ভারি বর্ষন ও পাহাড়ী ঢলে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শনিবার বিকেল থেকে বড়লেখা শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। অনেক দোকান পাট ও আশে পাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে সকাল থেকে বড়লেখায় বিদ্যুৎ না থাকায় একদিকে নেটওর্য়াক বিচ্ছিন্ন অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছেন এ উপজেলার মানুষ। বন্যা আতংকে রয়েছেন এ জেলার কয়েক লক্ষ মানুষ।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় মৌলভীবাজাওে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
মন্তব্য করুন