বন্যার পানি প্রবেশ করায় সিলেট রেলস্টেশন বন্ধ, ট্রেন চলবে কুলাউড়া ও মাইজগাঁও স্টেশন থেকে

স্টাফ রিপোর্টার॥ বন্যার পানি সিলেট রেল স্টেশনে প্রবেশ করায় বন্ধ ঘোষণার পর ঢাকাগামী ট্রেন সিলেটের মাইজগাঁও স্টেশন থেকে ও চট্রগ্রামগামী ট্রেন মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে চলাচল করবে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, সিলেট রেলস্টেশন বন্ধ থাকায় মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে। সিলেট রেল স্টেশনের মূল প্লাটফর্র্মে পানি প্রবেশ করায় এই স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না।
তবে কুলাউড়া ও মাইজগাঁও স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করবে। এরমধ্যে মাইজগাঁও থেকে চলবে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে চলবে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস। অপর দিকে একটি ট্রেন কালনী এক্সপ্রেস রোববার থেকে সিলেটের মোগলাবাজার রেলস্টেশন থেকে চলবে। তবে ক্রসিংয়ের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় কিছুটা হতে পারে।
মন্তব্য করুন