নারীসহ মদ্যপ অবস্থায় সমাজ সেবার উপ-পরিচালককে আটকের ঘটনায় হবিগঞ্জে বদলী

June 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীকে পলিটেকনিক ইনস্টিটিউট এর পিছনে প্রতিবন্ধী ও এতিমদের প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগীতায় হাতে নাতে আটক এর ঘটনা জানাজানি হলে তাকে হবিগঞ্জে বদলীর আদেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক। বদলীর আদেশ হলেও তিনি বিভিন্নভাবে চেষ্ঠা করছেন মৌলভীবাজারে থাকার জন্য।
১৮ জুন শনিবার দুপুরে মুঠোফোনে বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনা তাদেরকে বিব্রত করেছে। তিনি বলেন, মৌলভীবাজারের উপ-পরিচালক লাশেদুজ্জামান চৌধুরীকে হবিগঞ্জে ও হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমানকে মৌলভীবাজারে বদলীর আদেশ প্রদান করেছেন। তিনি বলেন, জুন মাস থাকায় হিসাব-নিকাশের বিষয় রয়েছে, তাই এ মাসের শেষের দিকে তিনি চলে যাবেন।
মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন জানান, রাতেই তাঁর উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা বদলীর আদেশ প্রদান করেন। তবে তিনি বলেন, উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বিভিন্নভাবে লবিং করে মৌলভীবাজারে থাকতে চাচ্ছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও চেয়ারম্যান জানান, প্রতিদিন উপ পরিচালক রাত ২ টা ৩টা পর্যন্ত বিভিন্ন মেয়েদের ফুসলিয়ে ও সরলতার সুযোগ নিয়ে তাদের মদ পান করিয়ে অনৈতিক কাজ করতেন। তিনি অনেক সময় ময়েেেদর তাঁর সরকালী গাড়িতে নিয়েও ঘুরতেন। এলাকার লোকজন সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা থাকার কারনে ভয়ে কোনও কথা বলতো না। তারা বিষয়টি চেয়ারম্যান সাহেবকে অবগত করলে তিনির সহযোগীতায় রাতে দুই জন মদ্যপ নারী ও তাকে মদ্যপ অবস্থায় আটক করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষনি ভাইরাল হয়ে পড়ে।
৭ নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন জানান, বিষয়টি লোকজন অনেক আগেই তাকে জানিয়েছিলেন। ভয়ে লোাকজন কোনও কিছু বলতো না। রাতে লোকজন তাকে দুইজন নারীসহ আটক করে তাঁকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে এর সত্যতা পান। তিনি জানান, ঘটনাস্থল থেকে নেশাগ্রস্থ্য অবস্থায় দুই জন মহিলাকে উদ্ধার করে তাদের পরিবারের মাধ্যমে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ওই সময় লোকজন তাকে ঘিরে রাখে। তিনি বলেন, উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী উনার হাতে-পায়ে ধরে ক্ষমা চাচ্ছে, কিন্তু তিনি তো বিচারের মালিক না। তিনি বলেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছেন তারাই ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com