কুলাউড়া-শাহবাজপুর রেলপথ প্রকল্পের নির্মাণাধীন গার্ডওয়ালে ধস

June 19, 2022,

আব্দুর রব॥ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের দক্ষিণভাগ স্টেশনের নির্মাণাধীণ প্লাটফর্মের ২০ মিটার গার্ডওয়াল ১৮ জুন শনিবার রাতে ধসে পড়েছে। উভয়দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি টানা ভারি বর্ষণের কারণে দেয়াল ধসে পড়েছে। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের অভিযোগ নির্মাণ কাজের অনিয়মে গার্ডওয়ালটিই ধসে পড়েছে।
জানা গেছে, ২০১৮ সালের মে মাসে ভারতের দিল্লির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানি কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের সংস্কার কাজ শুরু করে। প্রকল্পের নির্মাণাধীণ দক্ষিণভাগ স্টেশন ভবনের পশ্চিম পাশেই প্লাটফর্মের নির্মাণ কাজ চলছে। উভয়দিকের গার্ডওয়াল নির্মাণ সম্পন্ন করে গত ৫-৭ দিন আগে একাংশের স্ল্যাব ঢালাই সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে শনিবার রাতে হঠাৎ স্টেশনের পশ্চিম দিকের প্রায় আড়াই মিটার উচু গার্ডওয়ালের প্রায় ২০ মিটার স্থান ধসে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, উভয় দিকের আরো প্রায় ৩০ মিটার দেয়াল হেলে পড়েছে। সদ্য ঢালাই করা স্ল্যাবের কিছু অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দা বাবলু আহমদ, আব্দুল হামিদ প্রমুখ অভিযোগ করেন নির্মাণ কাজের অনিয়ম ও ডিজাইনের সমস্যার কারণেই কাজ চলাকালিন গার্ডওয়ালটি ধসে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানীর চিফ প্রজেক্ট ম্যানেজার জোবায়ের আহমদ জানান, বাংলাদেশ সরকারের রেলভবনের ডিজাইন অনুযায়িই তারা কাজ করছেন। গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে গার্ডওয়ালটি ধসে পড়েছে। প্লাটফর্মের স্ল্যাব ঢালাই অর্ধেক করার পরই ভারি বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে স্ল্যাব ঢালাই সম্পন্ন করা যায়নি। স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়ে গেলে গার্ডওয়ালটি ধসে পড়ত না। এটি পুনরায় যথাযতভাবে নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com