বন্যা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার পৌরসভার জরুরী সভা অনুষ্ঠিত

June 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ মনু নদীর বন্যা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার পৌরসভা জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার পৌরসভার হররুমে কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন মেয়র মো: ফজরুল রহমানের। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলার মধ্যে পার্থ সারথী পাল,ওয়ার্ডের মোঃ আসাদ হোসেন মক্কু, মোহাম্মদ নাহিদ হোসেন, ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, সৈয়দ সেলীম হক, মহিলা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেয়র জানান বিভিন্ন ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র ও বাসা-বাড়িতে থাকা পানি বন্দি মানুষের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রনয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, আশ্রয় কেন্দ্র সমূহে বন্যার্তদের জন্য খাবার ব্যবস্থা সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সিসিকের মেডিকেল টিমগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com