কুলাউড়ায় আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের ত্রাণ বিতরণ
June 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ বন্যাকবলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী।
এ সময় উপস্থিত ছিলেন-২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর শ্রীমঙ্গলের অধিনায়ক মোঃ মেহেদী হাসান, মৌলভীবাজারের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমান, সিলেট রেঞ্জের সার্কেল অ্যাডজুটান্ট মোঃ জসিম উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা প্রশিক্ষিকা ছালমা বেগম, উপজেলা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলার প্রশিক্ষক জাহেদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন