মৌলভীবাজার জেলা প্রশাসন বানভাসি মানুষের বাঁচার লড়াইয়ের পাশে

June 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতে সময়ে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার প্রায় ৮৪০ বর্গ কি.মি. এলাকা প্লাবিত হয়েছে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে। প্লাবিত এলাকার ৫২১১১ টি পরিবার পানিবন্দি হয়ে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে গত এক সপ্তাহ যাবত।
প্রধানমন্ত্রীর নির্দেশে এই দুর্যোগের শুরু থেকেই বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং অতিরিক্ত জেলা প্রশাসকগণ বারবার ছুটে গিয়েছেন বন্যা কবলিত উপজেলা গুলোতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাইকে সাথে নিয়ে দিনরাত বানভাসি মানুষদের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ রাতের আঁধারেও প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়া পরিবারগুলোকে নিয়ে এসেছেন আশ্রয় কেন্দ্রে, ব্যবস্থা করছেন বিশুদ্ধ পানি ও দু’মুঠো খাবারের। বিভিন্ন বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এ বাঁচার লড়াই এ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। এই দুর্যোগের শুরু থেকেই দিন রাত কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসানজেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মনুমুখ পি.টি বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসি পরিবারগুলোর সাথে দেখা করে তাদের সাহস যোগান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বন্যাকবলিত উপজেলাগুলোতে জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ চলমান আছে। সকলের নিরন্তর প্রচেষ্টায় এই দুর্যোগকালীন সময়ে পার হয়ে সোনালী দিনের দিকে এগিয়ে যাব বলেই আমরা বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com