মৌলভীবাজার সদরের পদুনাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

June 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদরে পদুনাপুর এলাকায় বন্যার পানিতে ভেসে আসা সাপের কামড়ে ইমরান আহমদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুন রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান পদুনাপুর গ্রামের ফারচু মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর হাসপাতালে সময়মতো সাপের ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী রুমেল আহমদ জানান, রাত সাড়ে আটটার দিকে পদুনাপুর গ্রামে ইমরানের বাড়িতে বন্যার পানি উঠে যাওয়ায় তিনি পাশের বাড়ীতে আশ্রয় নিতে যাচ্ছিল। এসময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে কোনো ভ্যাকসিন মেলেনি। এ কারণে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৪ জুন শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন রয়েছে। কিন্তু যদি বিষাক্ত সাপ কামড় না দেয় এই ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেই আবার মারা যেতে পারেন। তাই চিকিৎসক নিশ্চিত না হয়ে ভ্যাকসিন দেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com