মৌলভীবাজার জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

June 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ পালিত হলো।
২৬ জুন রোববার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে একটি আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটিতে উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
মৌলভীবাজার জেলা জুড়ে মাদকের অপব্যবহার রোধে যুব সমাজকে সচেতন করতে জেলা প্রশাসকের নেতৃত্বে সবাই একযোগে কাজ করে যাচ্ছি। দক্ষ এবং সচেতন যুব সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com