বানভাসির মাঝে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের খাদ্য বিতরণ

June 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বন্যা দুর্গতদের মাঝে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে।
২৩ জুন দুপুর থেকে মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও হামর কোনা ইসলামীয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রসহ পাশর্^বর্তী কয়েকটি গ্রামের বন্যার্ত অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য (বিরানী) বিতরণ করা হয়।
এ সময় বন্যা দুর্গতরা তাদের নানা কষ্ঠ, দুর্ভোগ ও চরম অসহায়ত্বের কথা তুলে ধরেন। সহমর্মিতা জানিয়ে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ তাদের আশ^স্ত করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। খাদ্য বিতরণে নেতৃত্ব দেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ দীন, সদস্য শেকুল আহমদ প্রমুখ। বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক মো. সাবু মিয়া, মো. মুকিত মিয়া, মো. শিবু মিয়া, লিটন আহমদ, শিপলু মিয়া, শিপন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com