মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যায় মানুষের ভোগান্তি বাড়ছে

June 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় পানিবন্দি মানুষ চরম ভোগান্তি পড়েছেন। উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টি থেমে থেমে অব্যাহত থাকায় জলাবদ্ধতা হয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা।
জেলা প্রশাসন জানায়, অতি বৃষ্টি ও উজান থেকে আসা সৃষ্ট পাহাড়ী ঢল কুশিয়ারা, ফানাই, আন ফানাই, কন্টিনালা ও জুড়ী নদী দিয়ে প্রবেশ করে বন্যা দেখা দেয়। চলতি মাসের ১৭ জুন থেকে ঢলে পানি প্রবেশ করায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় দেখাদেয় আকস্মিক বন্যা। এর পর থেকে দীর্ঘস্থায়ী বন্যায় রুপ নেয় কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায়। দীর্ঘস্থায়ী বন্যার কারণে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে অথবা দু’তালা বাড়িতে। তবে কিছু এলাকা থেকে বানের পানি ২-৩ ইঞ্চি পরিমান কমেছে। বন্যা কবলিত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির রয়েছে চরম সংকট।
প্রতিদিনই সরকারি ত্রাণের পাশাপাশি ব্যাক্তি উদ্যেগে বিভিন্ন সামাজিক সংগঠন ত্রান বিতরণ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com