সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ

October 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার গাজীপুর সদর ইউনিয়নের শাহ সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের দুপাশের সামাজিক বনায়নের ১৫টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর এ ঘটনায় থানায় অভিযোগ করেছে বন বিভাগ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে গেছে তা জানা নেই। এলাকার বাহিরে থাকায় এ বিষয়ে কোনো কর্মকর্তা আমাকে বিষয়টি জানাননি।’
বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘কাটা গাছের ডাল ও গোড়া উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।’
সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসডিএফও) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারাই জড়িত। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com