বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রে*প্তার

May 6, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬ মে মঙ্গলবার রাত তিনটার দিকে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তানিম উপজেলার আহমদপুর গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে।

বড়লেখা থানার এসআই দেবল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সীমানা দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করেছে। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com