বড়লেখায় ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
July 31, 2025,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় ছাত্র শিবিরের আয়োজনে জেলা পরিষদ হল রুমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
৩১ জুলাই ২০২৫ সকালে ছাত্র শিবির বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা আমীর মোহাম্মদ এমাদুর রহমান এমাদ, নায়েবে আমীর মোহাম্মদ ফয়সাল আহমেদ, ছাত্র শিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
মন্তব্য করুন