মৌলভীবাজারে মাদক সেবনে ৭ জনকে কারাদণ্ড
September 1, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৩১ আগস্ট বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মো: হৃদয় (২০), নিকুঞ্জ শব্দকর (২৮), মো: শফিকুল ইসলাম (২৭), মো: পাবেল (২৯), ইকবাল মিয়া (২৫), রুবেল মিয়া (২৯) ও ইমন মিয়া ওরফে সাইফুলকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মন্তব্য করুন