মৌলভীবাজারে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে পুলিশের অভিযান

September 1, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে যানজটমুক্ত ও নিরাপদ শহর গড়তে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করছে পুলিশ।

সোমবার ১ সেপ্টেম্বর শহরের বেরিরপাড় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতে অন্যান্য দিনের মতো নেই কোন যানযট। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তা সাব-ইনিসপেক্টর মো: আবুল কালাম জানান, মৌলভীবাজার শহরের প্রধান সড়কে অটোরিকশা বন্ধের ঘোষণা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসকল যানবাহন আইন অমান্য করে প্রধান সড়কে চলাচল করে মানুষের বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অবৈধ রেজিষ্ট্রেশন-ফিটনেসবিহীন সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে নির্দেশনা অনুযায়ী এমন অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরের সকল সুনাগরিকদের এগিয়ে আসারও আহবান জানান এই কর্মকর্তা।

এরআগে গত ২১ আগস্ট জেলা পুলিশের পক্ষ থেকে এক সর্তকতা মূলক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারের শহরের যানযট মুক্ত করার লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা শহরের প্রধান সড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ১ সেপ্টেম্বর থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে। এসব যানবাহন শুধুমাত্র ফিডার রোড বা শহরের ভেতরের সড়কে চলাচল করতে পারবে। যানজটমুক্ত ও নিরাপদ শহর গড়তে এমন উদ্যোগ নেয় জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com